উচ্ছেদ রোধে রাজউক পরিচালকদের তৃতীয় হাতের প্রয়োগ

প্রকাশিত: ২:১৭ পূর্বাহ্ণ, এপ্রিল ৭, ২০২৩

রিপোর্টিং,নিজস্ব প্রতিবেদক: রাজউক পরিচালকদের অদুরদর্শিতার পরিচয়ে এবং তৃতীয় (অযুহাত) হাতের প্রয়োগে উচ্ছেদের হাত হতে ছাড় পাচ্ছেন ডেভলপার ও ভবন মালিকগন।

রাজধানীতে রাজউকের উচ্ছেদ নোটিশ প্রাপ্ত ভবন মালিকদের সাথে রাজউক পরিচালকদের যোগ সাজসে উচ্চ আদালতে রীট বাহানায় ছাড় পেয়ে যাচ্ছন ভবন নির্মাণকারী ডেভলপারগন ও বাড়ীর মালিকেরা।

রাজউকের কয়েকটি জোনের পরিচালকদের নামে উঠেছে এসব অভিযোগ। হাইকোর্টে রীটের মেয়াদ অতিক্রান্ত হবার পরেও উচ্ছেদ করতে গড়িমসি করছে। উচ্ছেদ পরিচালনা করতে আইনে কোন বাধাঁ নেই জানা সত্বেও রাজউক এর আইন শাখার পরিচালকের কাছে চিঠি দিয়ে মতামত জানতে চাওয়া হয়েছে মোবাইল কোর্ট পরিচালনায় আইনগত কোন বাধা আছে কি না।

চিঠি চলাচালি মাধ্যমে টালবাহানা করে সুকৌশলে সময় দিচ্ছে ভবন নির্মাণকারী ডেভলপারদের, যেন দ্রুত কাজ শেষ করে ভবনে বসবাসের জন্য লোক উঠিয়ে দিতে পারে,তাতে সাপও মরলো লাঠিও ভাঙ্গলো না এদিকে ভবনে লোক উঠে যাওয়ায় উচ্চেদ করা সম্ভব নয় বলে প্রতিবেদন দিয়ে উচ্ছেদ কার্যক্রমের সমাপ্তি করাই মূল লক্ষ্য।

রিপোর্টিং এর হাতে এমন কয়েকটি চিঠি এসেছে আগামী সংখ্যায় থাকছে এক্সক্লুসিভ অনুসন্ধানী প্রতিবেদন।