রাজস্ব খাতের রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকায় যুগ্ম কর কমিশনার তাসনিমুর রহমান

প্রকাশিত: ১১:৫৩ পূর্বাহ্ণ, অক্টোবর ১, ২০২৩

রিপোর্টিং, নিজস্ব প্রতিবেদক :

বর্তমান খবর,বিশেষ প্রতিনিধি: যুগ্ম কর কমিশনার তাসনিমুর রহমানের আয় বহির্ভূত সম্পদ অর্জনের দিকে চোখ মেললেই বুঝতে পারা যায় যে, তিনি কত বড় মাপের একজন ভক্ষক!

তাহার সাফল্যের মধ্যে উল্লেখযোগ্য ঢাকার মোহাম্মদ পুর থানাধীন বছিলা গার্ডেন সিটিতে ৩টি প্লটে রয়েছে প্রায় ৭০ কাঠা জমি যাহার আনুমানিক মূল্য ৪০ কোটি টাকা, বছিলা গার্ডেন সিটিতে রয়েছে ১০ তলা ভবন যাহার অর্ধেকটি তাহার মালিকানাধীন যাহার বর্তমান বাজার মূল্য নুন্যতম ৪০ কোটি টাকা, নিজ মালিকানায় রয়েছে ২৭০০ স্কয়ার ফুটের ১ টি ফ্ল্যাট যাহার আনুমানিক মূল্য ১ কোটি ২০ লক্ষ টাকা, রাজধানীর লালমাটিয়ায় রয়েছে আলিশান ফ্ল্যাট যেখানে অত্যাধুনিক সিকিউরটি সিস্টেম সম্বলিত ডোর সহ অত্যাধুনিক সকল ব্যবস্থা যাহার আনুমানিক মূল্য ১০ কোটি টাকা, লালমাটিয়ায় এ্যাসেট এর একটি নির্মানাধীন প্রজেক্টে রয়েছে ৩ টি অত্যাধুনিক ফ্ল্যাট যাহার আনুমানিক মূল্য ১০ কোটি টাকা প্রায় এছাড়াও তাহার গ্রামের বাড়ী তেলজুড়ি বাজারে রয়েছে ১ টি ৩তলা ও ১ টি এক তলা বিশিষ্ট ভবন যাহার আনুমানিক মোট মূল্য প্রায় ২ কোটি টাকা। তাসনিমুর রহমান এর কাছে রয়েছে বেশ কয়েকটি বিলাসবহুল গাড়ি যাহার আনুমানিক মূল্য কয়েক কোটি টাকা। তাসনিমুর রহমানের এক ঘনিষ্ঠ সূত্র থেকে এই সম্পদ সম্পর্কে নিশ্চিত হওয়া গিয়েছে।

আমাদের অনুসন্ধানে আরও জমকালো তথ্য বেড়িয়ে এসেছে যাহা সাপ্তাহিক রিপোর্টিং এর আগামী সংখ্যা থেকে ধারাবাহিক প্রতিবেদন আকারে।