প্রধানমন্ত্রীকে অভিনন্দন সম্মিলিত চলচ্চিত্র পরিষদের পক্ষ থেকে

প্রকাশিত: ৭:০৭ অপরাহ্ণ, জুন ২৭, ২০২২

রির্পোটিং  আহমেদ সাব্বির রোমিও :স্বপ্নের পদ্মা সেতুর দ্বার খুলেছে। ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। দেশের নিজস্ব অর্থায়নে প্রধানমন্ত্রীর একান্ত চেষ্টায় নির্মিত হয়েছে এই সেতু। সারাদেশের মানুষের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছে চলচ্চিত্রকর্মীরাও। আজ ২৮ জুন, সোমবার এফডিসিতে চলচ্চিত্র সংশ্লিষ্ট সবগুলো সংগঠনের সমন্বয়ে গঠিত চলচ্চিত্র পরিষদ থেকে পদ্মা সেতু নির্মাণ ও উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে। এ সময় উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিষদের আহবায়ক কিংবদন্তি চিত্রনায়ক আলমগীর, পরিচালক নেতা সোহানুর রহমান সোহান, শাহীন সুমন, কাজী হায়াত, দেলোয়ার জাহান ঝন্টু, শিল্পী সমিতির রিয়াজ, ফেরদৌস, নিপুণসহ সংগঠনগুলোর নেতা কর্মীরা। প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে নায়ক আলমগীর বলেন, ‘পদ্মা সেতু আমাদের নিজেদের অর্থায়নের সেতু। এই সেতু আমাদের অহংকার। আমরা এই অহংকার অর্জন করেছি আমাদের প্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। তার কাছে আমাদের কৃতজ্ঞতা।’ শিল্পী সমিতির পক্ষে অভিনেত্রী নিপুণ বলেন, ‘পদ্মা সেতু নির্মাণ আমাদের দেশকে বিশ্ববাসীর কাছে অনেক অন্যরকম এক মর্যাদার জায়গায় নিয়ে গেছে। এটা সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মজবুত নেতৃত্ব ও দৃঢ়চেতা মনোভাবের জন্য। তিনি আমাদেরকে গর্বিত করেছেন।’ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান, খ্যাতিমান পরিচালক কাজী হায়াত প্রমুখ।