ইসলামপুরে টিএমএসএস শাখার উদ্বোধন ও ঋণ বিতরণ

প্রকাশিত: ৯:১৮ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২২

খবরের কাগজ,লিয়াকত হোসাইন লায়ন,ইসলামপুর(জামালপুর) প্রতিনিধি।। দেশের নারী জাগরণের পথিকৃৎ অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের শাখা ও ঋণ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

জামালপুরের ইসলামপুরে বাইপাস সড়ক পুরাতন রেজিস্ট্র অফিস সংলগ্ন ভবনে এই অফিস উদ্বোধন করা হয়। এ উপলক্ষে ফরিদুল হক খান দুলাল অডিটরিয়ামে উদ্বোধনী ও ঋণ বিতরন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপি।

টিএমএসএস প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগমের সভাপতিত্বে এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান রুমান,সমাজ সেবা কর্মকর্তা রহুল আমিন,অধ্যক্ষ জামাল আবু নাছের চৌধুরী চার্লেছ,আঃ খালেক আকন্দ, অফিসার ইনচার্জ মাজেদুর রহমান প্রমূখ বক্তব্য রাখেন।

পরে দরিদ্রের মাঝে ক্ষুদ্র ঋণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।