জল’লগ্না’র ঈদুল আজহা”র নতুন গান

প্রকাশিত: ২:২৮ পূর্বাহ্ণ, জুন ৯, ২০২২

রির্পোটিং  যাযাবর পলাশ : রাহিদা বিনতে ইসলাম লগ্না। যাকে এখন চলমান সময়ের আধ্যাত্মিক ও লালন প্রিয় গানের শ্রোতারা লগ্না বলেই চেনেন। গানের সাথে তার পরিচয়টা সেই ছোট্টোবেলার সময় থেকে। বাবা রাফেউল ইসলাম ও মা আনোয়ারা খাতুন এর অনুপ্রেরণায় তে ছোট বেলা থেকে পারিবারিক ভাবে গান শিখতে শিখতেই তার বেড়ে ওঠা। ছোটবেলায় গুরু স্বপন কুমার সাহা’র কাছে সঙ্গীতে হাতেখড়ি। এরপর চাচা রাশেদুল ইসলাম এর কাছ থেকে শিখেছেন দীর্ঘদিন। তারপর পর্যায়ক্রমে জামালপুর শিল্পকলা একাডেমি ও লোকজ থেকে সোজা ঢাকায় নজরুল ইনস্টিটিউটে দীর্ঘ সময় গান শিখেছেন তিনি! তবে নিজের ব্যতিক্রমী গায়কী আর কণ্ঠ দিয়ে চলমান গানের জগতে ইতিমধ্যেই আলোচিত ফোক শিল্পী হিসেবে জায়গা করে নিয়েছেন লগ্না। এরই মধ্যে নিজের মৌলিক গান সহ উপহার দিয়েছেন বেশকিছু জনপ্রিয় লালন ও আধ্যাত্মিক গান। আসছে এবারের ঈদুল আজহা উপলক্ষে লগ্না উপহার দিতে চলেছেন আরও একটি নতুন মৌলিক গান। গানের শিরোনাম “জল”।তাপস চৌধুরীর কথা ও সুরে গানটির সঙ্গীতায়োজন করেছেন এম এইচ রাহেল। সম্প্রতি গানটির মিউজিক ভিডিও সম্পন্ন হয়েছে। গানটি এখন মিউজিক ভিডিও সহ মুক্তির অপেক্ষায় রয়েছে। আসছে ঈদে দেশের স্বনামধন্য অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ থেকে ‘জল’ শিরোনামের গানটি প্রকাশ পাবে বলে জানালেন গায়িকা লগ্না নিজেই। নতুন এই গান প্রসঙ্গে তিনি বললেন – আধ্যাত্মিক গান আমার আত্মার সাথে মিশে গেছে। কাওকে অনুকরণ করে নয়, আমার নিজস্ব ঢঙের গায়কী দিয়েই আমি আধ্যাত্মিক গানের দর্শক শ্রোতাদের মনে জায়গা করে নিতে চাই। তবে শুধু আধ্যাত্মিক গানই ময়, সব ধরনের গান গাইতেই ভালো লাগে। আমি চাই আমার শ্রোতারা আমাকে আলাদা ভাবে চিনুক। আমি নাম কামাতে নয়, শিল্পী হতে এসেছি। আমার নতুন গান ‘জল’। আমার বিশ্বাস এই গানের অসম্ভব সুন্দর কথা এবং সুর সকলের মন ছুঁয়ে যাবে। আমি বরাবরের মতোই এবারও নিজের সেরাটা দেয়ার চেষ্টা করেছি। উল্লেখ্য, এর আগে ‘সরল’ নামে একটি ব্যান্ড এর সাথে দীর্ঘদিন যুক্ত ছিলেন লগ্না। এই ব্যান্ড থেকে তার কণ্ঠে ‘দেহতরী’ শিরোনামে একটি গান প্রকাশ পেয়েছিল। গানটি দারুণ দর্শকপ্রিয়তা অর্জন করে এবং আলোচনায় আসেন লগ্না।