চাঁপাইনবাবগঞ্জে প্রধানমন্ত্রীর ঈদ উপহার (চাউল)বিতরণে অনিয়মের অভিযোগ

প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২২

রির্পোটিং চাঁপাইনবাবগঞ্জ থেকে মোঃ আলমগীর হোসেন: চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার ৫ নং মহারাজপুর ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদ-উল-আযহা -২০২২ উপলক্ষে হতদরিদ্র, দুঃস্থ,অসহায় ও কর্মহীনদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার (চাউল) বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে ৪নং ওয়ার্ড সদস্য মোঃ মনিরুল ইসলাম মন্টুর বিরুদ্ধে । পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসাবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এর সহযোগিতায় প্রতি পরিবারকে ১০ কেজি করে চাউল প্রদান করা হয়। এসময় ওয়ার্ড সদস্য মোঃ মনিরুল ইসলাম মন্টুর বিরুদ্ধে তার মনোনীত লোক দ্বারা জনপ্রতি ৫ থেকে ৬ টি শ্লিপের মাধ্যমে চাউল নেওয়ার অভিযোগ ওঠে। পরে মহারাজপুর ইউনিয়ন পরিষদে মিডিয়া কর্মীর উপস্থিতি টের পেয়ে ইউপি সদস্য মোঃ মনিরুল ইসলাম মন্টু ইউনিয়ন পরিষদ থেকে সটকে পড়ার চেষ্টা করে । এ বিষয়ে মহারাজপুর ইউপি চেয়ারম্যান মোঃ নাহিদ ইসলাম রাজন বলেন আমি নিষেধ করার পরও সে আমার নিষেধ অমান্য করেছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।