গাজী আপেল মাহমুদ বাংলাদেশ পুলিশের অনলাইন জিডি ডকুমেন্টারি নির্মাণ করলেন

প্রকাশিত: ২:৪১ পূর্বাহ্ণ, জুন ২২, ২০২২

রির্পোটিং প্রতিবেদন : বাংলাদেশ পুলিশ তাদের কার্যক্রম এনালগ থেকে ডিজিটালি রূপান্তরিত করছেন। তারই ধারাবাহিকতায় সাধারণ মানুষের ভোগান্তি ও কষ্ট লাগবে অনলাইন জিডি সুবিধা চালু করেছে। এখন আর কোন আবেদনকারীকে থানায় গিয়ে জিডি করা লাগবেনা সে তার যেকোনো অবস্থান থেকে অনলাইনে অর্থাৎ ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে মোবাইল ল্যাপটপ ডেস্কটপে যেকোনো ধরনের জিডি করতে পারবেন এবং তাৎক্ষণিকভাবে জিডির সুবিধা পাবেন। অনলাইন জিডি বাংলাদেশ পুলিশের নতুন সংযোজন।নির্মাতা- গাজী আপেল মাহমুদ নির্মাণ করলেন অনলাইন জিডি সংক্রান্ত ডকুমেন্টারি।যে ডকুমেন্টারিটি অবলোকন করে সাধারণ মানুষ এবং পুলিশরা অনলাইন জিডি ব্যবহার সম্পর্কে অবগত হবেন। নির্মাতা গাজী আপেল মাহমুদ বলেন – আমি দীর্ঘ সময় নিয়ে এই ডকুমেন্টারিটি বেশ যত্ন সহকারে তৈরি করেছি। এই ডকুমেন্টারিতে আলোচক ও অভিনয় শিল্পী হিসেবে অভিনয় করেছেন বাংলাদেশের বিভিন্ন পুলিশ কর্মকর্তা এবং মন্ত্রী মহোদয়। আজ ২১ জুন ২০২২ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে অনলাইন জিডির কার্যক্রম উদ্বোধন করেন।আইজিপি ড. বেনজীর আহমেদ (বিপিএম-বার) এর নির্দেশনায় অনলাইন জিডির ডকুমেন্টারি নির্মাণে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন -ডিআইজি শাহ আলম ।ডিআইজি। বাংলাদেশ রেলওয়ে পুলিশ হেডকোয়ার্টার। সহযোগিতায় ছিলেন এ এস আই জুয়েল। এবং পরিচালনা করেছেন – গাজী আপেল মাহমুদ।