শুদ্ধ বাংলা সংগীত রক্ষা পরিষদ বাংলাদেশের আত্মপ্রকাশ

প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, মে ৮, ২০২৩

রিপোর্টিং,বিনোদন প্রতিবেদক : শুদ্ধ বাংলা সংগীত রক্ষা পরিষদ বাংলাদেশের আত্মপ্রকাশ উপলক্ষ্যে শনিবার (৬ মে) রাজধানীর ধানমন্ডিস্থ কবি নজরুল ইনস্টিটিউটের অডিটোরিয়ামে এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটির উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা,সংগীত শিল্পী,সুরকার ও সংগীত পরিচালক তিমির নন্দী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট সুরকার ও সংগীত পরিচালক লোকমান হাকিম,উপসচিব হালিম টলস্টয় ও সুরকার রঙ্গু শাহাবুদ্দীন। উক্ত অনুষ্ঠানের বক্তারা বলেন, শুদ্ধ সাংস্কৃতিক চর্চা এখন সময়ের দাবি। সংগীত যেমন মনের খোরাক তেমনি একটি উন্নত জাতি গঠনের সহায়ক। তারা বলেন, শুদ্ধ বাংলা সংগীত রক্ষা পরিষদের কার্যক্রম একটি চলমান প্রক্রিয়া। বাংলা সংগীতকে শুদ্ধ রাখতে এ পরিষদ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শুদ্ধ বাংলা সংগীত রক্ষা পরিষদ-বাংলাদেশ-এর সভাপতি ও বিশিষ্ট সুরকার ও সংগীত পরিচালক গোলাম সারোয়ার। অনুষ্ঠানে সাংস্কৃতিক অঙ্গনসহ বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়া আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।