গিলাতলা ভৈরব নদীতে আদর্শ যুব পর্শদের উদ্যোগে নৌকা বাইচ প্রতিযোগিতা ১ম স্থান ঘোসগাতি সোনার বাংলা তরী

প্রকাশিত: ৮:২১ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২২

রিপোর্টিং,মনিরুল ইসলাম মোড়ল :  গত শুক্রবার বিকাল তিনটায়,খুলনা জেলার খানজাহান আলী থানা গিলাতলা আদর্শ যুব পর্শদের উদ্যোগে দুইদিন ব্যাপী গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা ও জারি গান,হা ডু ডু খেলা ও সংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, প্রথম দিনে যশোহর, নড়াইল, বসুন্দিয়া ও খুলনা থেকে কয়েকটি প্রতিযোগিতার নৌকা অংশগ্রহণ করে, হাজার হাজার মানুষ নদীর দুই পাড়ে দাঁড়িয়ে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইশ প্রতিযোগিতা উপভোগ করেন।

 

অভয়নগর থানার সিদ্বিপাশা ইউনিয়ন ও ফুলতলা উপজেলার গিলাতলা ইউনিয়নের তত্ত্বাবধনে,উদ্বোধন করেন শেখ আকরাম হোসেন চেয়ারম্যান উপজেলা পরিষদ ফুলতলা খুলনা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কে এমপি অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রফিকুল ইসলাম (বিপিএম)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মোল্লা জাহাঙ্গীর হোসেন,উপ পুলিশ কমিশনার (উওর) কেএম পি খুলনা।

সাদিয়া আফরিন নির্বাহী অফিসার ফুলতলা উপজেলা পরিষদ খুলনা। জনাব মোঃ কবির হোসেন তালুকদার,পরিচালক হামকো গ্রুপ। জনাব মোঃ ফিরোজ হোসেন ভূঁইয়া পরিচালক আইএন জুট মিলস লিঃ ফুলতলা খুলনা।

মোঃ কামাল হোসেন অফিসার ইনচার্জ খানজাহান আলী থানা কেএম পি খুলনা। শেখ মনিরুল ইসলাম চেয়ারম্যান গিলাতলা ইউনিয়ন পরিষদ। প্রথম স্থান অধিকার করেন, দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের ঘোষ গাতির *সোনার বাংলা* আক্কাস হোসেনের নৌকা। প্রথম স্থান অধিকারীর হাতে পুরস্কার তুলে দেন প্রধান ও বিশেষ অতিথি বৃন্দ,সভাপতিত্ব করেন গিলাতলা যুব পর্শদের সভাপতি।