
খবরের কাগজ,জামালপুর প্রতিনিধি : স্মার্ট বাংলাদেশ গড়তে স্কাউটিং এই আলোকে ৪র্থ ইসলামপুর উপজেলা স্কাউট সমাবেশ তাবুজলসা অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাতে সরকারী নেকজাহান মডেল স্কুল মাঠে এই তাবুজলসা অনুষ্ঠিত হয়।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফ হোসেনের সভাপতিত্বে এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. জামাল আব্দুন নাছের বাবুল প্রধান অতিথির বক্তব্য রাখেন।
বিশেষ অতিথি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ স্কাউট ইসলামপুর উপজেলা সম্পাদক আঃ খালেক আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না প্রমুখ বক্তব্য রাখেন।
৬দিন ব্যাপী অনুষ্ঠানের স্কাউট সমাবেশে ২২টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহন করে। কাব কাম্পুরীতে ২৫টি প্রতিষ্ঠান অংশ গ্রহন করার কথা রয়েছে।