রংপুর বিভাগীয় এসএমই পণ্য মেলা ২০২৩” শুভ উদ্বোধন

প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২৩

খবরের কাগজ,দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরে ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন শিল্প মন্ত্রণালয় এর আয়োজনে রংপুর বিভাগীয় প্রশাসনের তত্বাবধানে ও দিনাজপুর জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় দিনাজপুর গোর-এ শহীদ ময়দান মাঠে ৭ দিন ব্যাপী রংপুর বিভাগীয় এসএমই পণ্য মেলায় প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন ক‌রেন জাতীয় সংস‌দের হুইপ ইকবালুর র‌হিম এমপি।

মঙ্গলবার বিকেলে এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপক প‌রিচালক ডা. মোঃ ম‌ফিজুল রহমা‌নের সভাপ‌তি‌ত্বে বি‌শেষ অতিথি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন অতিরিক্ত বিভাগীয় ক‌মিশনার (সা‌র্বিক) মোঃ আবু জাফর, দিনাজপুর জেলা প্রশাসক খা‌লেদ মোহাম্মদ জাকী,দিনাজপুর পু‌লিশ সুপার শাহ ইফ‌তেখার আহ‌মেদ পি‌পিএম , মির্জা নুরুল গণী শোভন, সিআইপি সদস্য পরিচালক পর্ষদ, এসএমই ফাউন্ডেশন।

উল্লেখ্য দিনাজপুরের গোর-এ-শহীদ ময়দানে ০৭ থে‌কে ১৩ মার্চ, ২০২৩, ০৭ দিন ব্যাপী “রংপুর বিভাগীয় এসএমই পণ্য মেলা ২০২৩” চলবে।