তরুন নাট্য নির্মাতা সাইফুল করিম এর বর্তমান সমাজের ছবি“আর্তনাদ”

প্রকাশিত: ১:৪৬ পূর্বাহ্ণ, আগস্ট ১৪, ২০২২
রির্পোটিং ইসা মোহাম্মদ : নারীদের প্রতিনিয়ত পথে ঘাটে নির্যাতনের ঘটনা হর হামেশায় ঘটে চলেছে কিন্ত নারীরা তাদের নিজেদের ঘরের ভেতরের কতটা নির্যাতিত হচ্ছে তার আমাদের কোন হিসেব নেই। তরুন নাট্য নির্মাতা সাইফুল করিম “আর্তনাদ” এ নারীদের ঘরের ভেতরের নির্যাতনের একটি চিত্র এইনাটকে তুলে ধরেছেন । নাটকটিতে অভিনয় করেছেন এহসানুর রহমান , শারমীন আঁখী, ইশরাক তুর্য,রুপা অনি সহ আরো অনেকেই নাটকের রচনা করেছেন আজিজুর রহমান অনু এ ব্যপারে সাইফুল করিম জানান আমরা আমাদের চারপাশের চলমান পরিস্থিতে প্রতিদিন দেশের কোননা কোন এলাকাতে নারী নির্যাতনের স্বিকার হতে শুনছি যা আমাদের কাছে কাম্য না । কিন্তু এই সমাজে নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত যেখানেই বলুন নারীরা প্রতিটি ঘরে নির্যাতিত হচ্ছে যা কিনা আড়ালেই থেকে যাচ্ছে তারা তাদের পারিবারিক, সামাজিক সম্মানের কথা চিন্তা করে প্রতিনিয়ত এই নির্যাতন নিরবে বুকের মাঝে চাপা রেখে বাঁচার চেষ্ঠা করেই যাচ্ছে । তাদের কথা চিন্তা করেই আমার এই ছুট্ট প্রয়াস। আর আর্তনাদ তাদের কথাই বলবে। আশা করি সবাই আমদের এই নাটকটি গ্রহন করবেন ।সব কিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি তে দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ব্রাউনি মোশান চ্যানেলে ।