মিরপুর মিডিয়া ক্লাব সামাজিক দায়বদ্ধতার অঙ্গীকার নিয়ে পথচলা শুরু হলো

প্রকাশিত: ১:৩৯ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২২

রির্পোটিং মোস্তাফিজ সুমন, সিনিয়র রিপোর্টারঃ মিডিয়ার সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গ যারা মিরপুরে স্থায়ী বা অস্থায়ীভাবে বসবাস করেন তাদের সমন্বয়ে একটি সামাজিক সংগঠন মিরপুর মিডিয়া ক্লাব (MMC)। মিরপুরে বসবাসরত নির্মাতা, শিল্পী ও কলাকুশলীদের একটি মিলন কেন্দ্র এই ক্লাব । পারস্পরিক যোগাযোগ হৃদ্রতা এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নিজেদের উন্নয়ন ও সামাজিক আন্দোলনে নিজেদের নিয়োজিত রাখার প্রত্যয়ে এই ক্লাবটি গঠিত হয়েছে। গত ২৯ জুলাই ২০২২ মিরপুর ১২ তে অবস্থিত গ্রান্ড প্রিন্স রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় ক্লাবটির সাংগঠনিক অভিষেক ।সংগঠনটি এর আগে ভার্চুয়ালি কর্মকাণ্ড পরিচালনা করতো। এখন থেকে সংগঠনটি সাংগঠনিক প্রক্রিয়া যাত্রা শুরু করলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিরপুরের বসবাসরত মিডিয়ার স্বনামধন্য শিল্পী বৃন্দ। অনুষ্ঠানের শুরুতে মিরপুর মিডিয়া ক্লাবের উপদেষ্টা পরিষদ রোকেয়া প্রাচীকে আহ্বায়ক ও মনিরুজ্জামান লিপন কে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি ঘোষণা করেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন অরণ্য আনোয়ার, সাজ্জাদ হোসেন দোদুল , সাঈদ রহমান ,সগীর মোস্তফা , একরাম পারওয়াইজ, নাবিদ খান চৌধুরী ,নূরে আলম নয়ন , কাজী আনিসুল হক বরুণ, সর্দার রোকন। এরপর শুরু হয় সদস্য ফরম বিতরণ কার্যক্রম । সদস্য ফরম উদ্বোধন করেন শিরীন আলম ও মনির আহমেদ শাকিল। উপস্থিত সকল সদস্য উৎসাহ উদ্দীপনা নিয়ে সদস্য ফরম সংগ্রহ করেন। এরপর আহ্বায়ক রোকেয়া প্রাচী ক্লাবটির আগামী দিনের কর্ম পরিকল্পনা ঘোষণা করেন। অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন রোকেয়া প্রাচী, সাজ্জাদ হোসেন দোদুল, অরণ্য আনোয়ার, মনিরুজ্জামান লিপন, সাঈদ রহমান, সগীর মোস্তফা, নূরে আলম নয়ন, সরদার রোকন, রাজু খান, মোঃ মাসুদ রানা মিঠু ,মৃদুল মিঠু, শর্মি মালা ,পারভিন পারু, শিরিন আলম, মনির আহমেদ শাকিল, আব্দুল হান্নান,নাজ নাজমা,মিন্টু সর্দার, তারেক খান,ছন্দা রায়, মেহেদী হাসান সোমেন, মোসাফির রনি ,কাজি দেলোয়ার হেমন্ত প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাঈদ রহমান ও মনিরুজ্জামান লিপন। রাতের খাবার গ্রহন শেষে অনুষ্ঠান সমাপ্ত হয়