শ্রীপুরে ইউপি সদস্য হত্যাচেষ্টা মামলায় জেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী ও ইউপি চেয়ারম্যান আটক

খবরের কাগজ,মাগুরা প্রতিনিধি : শ্রীপুরে ইউপি সদস্য হত্যাচেষ্টা মামলায় মাগুরা জেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী ও শ্রীকোল ইউপি চেয়ারম্যান জেলহাজতে। আসন্ন মাগুরা জেলা পরিষদের নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শরিয়ত উল্লাহ এবং তার ভাই শ্রীকোল ইউপির চেয়ারম্যান কুতুবউল্লাহ হোসেন মিয়া কুটি মঙ্গলবার মাগুরার বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতে একটি মামলায় হাজির হয়ে জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত শুনানী শেষে জামিনের আবেদন না-মঞ্জুর করে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

জানা গেছে গত ২৩ আগষ্ট রাতে জেলার শ্রীপুরের চোনগাছ গ্রামে হামলায় শ্রীকোল ইউপির সদস্য চাঁদ আলী আহত হবার ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা হলে তারা ৩১ আগষ্ট ২০২২ তারিখে উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের আগাম জামিন পান। জামিনের নির্ধারিত সময় শেষ হওয়ায় তারা মঙ্গলবার আদালতে হাজির হয়ে পুনরায় জামিনের আবেদন করলে শুনানী শেষে বিজ্ঞ আদালত জামিনের আবেদন না-মঞ্জুর করেন।
মাগুরা জেলা জজ আদালতের ভারপ্রাপ্ত পিপি জানান, শুনানী শেষে বিজ্ঞ আদালত তাদের জামিনের আবেদন না-মঞ্জুর করেন। তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।