যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আওতাধিন জামালপুরের সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত: ২:১২ পূর্বাহ্ণ, অক্টোবর ৩, ২০২২

খবরের কাগজ,জামালপুর প্রতিনিধি: জামালপুরের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আওতাধীন অনূর্ধ্ব ১৬ বালক-বালিকাদের মাঝে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে জেলা ক্রীড়া অফিস এর আয়োজনে স্থানীয় ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর পুকুরে অনুষ্ঠিত সাঁতার প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর সহকারী পরিচালক
মোঃ মাসুদ সরদার। জেলা ক্রীড়া কর্মকর্তা সেতু আক্তারের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল ইসলাম,উপজেলা শিক্ষা অফিসার ছোনোয়ার হোসেন ,জেলা প্রেসক্লাব সভাপতি ফজলে এলাহী মাকাম সহ আরো অনেকে।

এ সময় বক্তারা সরকারি ভাবে জেলা ক্রীড়া অফিস এর মাধ্যমে সাঁতার প্রশিক্ষণ ও সাঁতার প্রতিযোগিতার ফলে শিশুদের পানিতে ডুবে মৃত্যুর ঝুঁকির হার কমানোর পাশাপাশি সুস্থ সবল দেহ মন নিয়ে সাঁতার শেখার বিষয় আলোকপাত করে। পরে সাঁতার প্রতিযোগিতার চারটি ইভেন্টে বালক-বালিকাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।