জামালপুর বঙ্গবন্ধু গোল্ডকাপ ফাইনাল খেলা অনুষ্ঠিত

প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২২

খবরের কাগজ : জামালপুরে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

২০ সেপ্টেম্বর মঙ্গলবার বিকালে জামালপুর জেলা স্কুল মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ বালক / বালিকা ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

উক্ত ফাইনাল খেলায় জেলা প্রশাসক শ্রাবস্তী রায়ের সভাপতিত্বে, প্রধান অতিথির বক্তব্য রাখেন, জামালপুর সদর ৫ আসনের সংসদ সদস্য, ইঞ্জিনিয়ার মোজাফফর
হোসেন সিআইপি। অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আতিকুর রহমান ছানা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, মোঃ হারুনুর রশিদ প্রমুখ।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ বালিকা ফাইনাল ফুটবল খেলায় সরিষাবাড়ী শিশুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইসলামপুর দক্ষিন মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ট্রাইবেকারে ৩-১ গোলে পরাজিত করে। অপরদিকে, বঙ্গবন্ধু গোল্ডকাপ বালক ফুটবল দল ফাইনাল খেলায় মাদারগঞ্জ উপজেলার,পাটাদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়, জামালপুর সদর উলজেলার ছাতিয়ানতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে পরাজিত করে।
খেলা শেষে প্রধান অতিথি চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরষ্কার তুলে দেন।